বর্ধমান বিস্ফোরণে ৪ বাংলাদেশিসহ দোষী সাব্যস্ত ১৯

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে ২০১৪ সালের বিস্ফোরণ মামলায় দেশটির বিশেষ এনআইএ (জাতীয় তদন্ত সংস্থা) আদালত চার বাংলাদেশি নাগরিকসহ ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছে বলে বুধবার জানিয়েছেন কর্মকর্তারা, খবর ইন্ডিয়া টুডে।
তারা বলেন, সব আসামিরা আদালতে অপরাধ স্বীকার করেছেন।
পশ্চিবমঙ্গের বর্ধমান জেলার জনবহুল খাগড়াগড় এলাকার এক বাড়িতে ২০১৪ সালের ২ অক্টোবর বোমা বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত হন।
বোরকা সেলাইয়ের কারখানার কথা বলে বাড়িটি ভাড়া নিয়েছিল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), জানান কর্মকর্তারা।