আসামের নাগরিক তালিকা থেকে বাদ ১৯ লাখ ৬ হাজার

ভারতের আসাম রাজ্যের নাগরিকদের চূড়ান্ত তালিকা (এনআরসি) প্রকাশ করা হয়েছে। তাতে বাদ পড়েছেন ১৯ লাখ ছয় হাজার নাগরিক। হঠাৎ নাগরিকত্বহীনতায় পড়েছে তারা। এতে স্থান পেয়েছে তিন কোটি ১১ লাখ নাগরিকের নাম।
আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আলাদা একটি ওয়েবসাইটে আসামের চূড়ান্ত জাতীয় নাগরিক তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটটি বিকল হয়ে যায়। পরে তা আবার কার্যকর হয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, চূড়ান্ত এনআরসিতে নাম নেই মানে তাঁকে এখনই ‘অভিবাসী’ বা ‘বিদেশি’ বলা যাবে না। বিশেষ ট্রাইব্যুনালে আপিল এবং ১২০ দিনের মধ্যে তা নিষ্পত্তির আগ পর্যন্ত তাদের ‘অভিবাসী’ বা ‘বিদেশি’ সম্বোধন করা যাবে না। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভয় দিয়ে বলেছেন, তালিকায় বাদ পড়াদের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে কাউকে বন্দি করা হবে না।
চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশ উপলক্ষে আসামজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যের ৬০ হাজার পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় সরকার এ উপলক্ষে বাংলাদেশ সীমান্তবর্তী আসামে ২০ হাজার আধা সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছে।
অবৈধ অভিবাসীদের ভারত থেকে বের করতে আসাম রাজ্যের নাগরিক তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর একেই মোদি সরকারের সবচেয়ে বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
১৯৫১ সালে আসামে প্রথম এই এনআরসি প্রকাশ করা হয়। এখন দেশটির সুপ্রিম কোর্টের আদেশে তালিকাটি হালনাগাদ করা হলো। ১৯৭১ সালের ২৫ মার্চের পর বাংলাদেশ থেকে আসামে ঢোকাদেরকে আলাদা করতে এ তালিকা হালনাগাদ করা হচ্ছে।