মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ২০

ভারতের মহারাষ্ট্র রাজ্যের শিরপুরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। এ ছাড়া ওই কারখানায় অন্তত ৮০ জন শ্রমিক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার ফেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা একাধিক সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন।
এদিকে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে ওই কারখানায়। এ বিস্ফোরণে এলাকায় রাসায়নিক গ্যাসের জন্য দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছে বলেও জানা গেছে।
এ বিস্ফোরণের সময় ওই কারখানায় শতাধিক শ্রমিকের উপস্থিতি ছিল বলে জানা গেছে। বিস্ফোরণে ঘটনাস্থলেই অনেকে নিহত হয়েছে।
এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন। এ ছাড়া যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। উদ্ধারকাজে নজরদারি রাখতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ, ফায়ার সার্ভিস ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা।