অবৈধদের বাংলাদেশে ফেরত নিতে বলা হবে : বিজেপি মন্ত্রী

আসাম ইস্যু নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আসামের এনআরসি বিষয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তবে ব্যাপারটি পর্যবেক্ষণ করা হচ্ছে।’
কিন্তু আসাম রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এনআরসিতে বাদপড়া ১৯ লাখ মানুষের মধ্যে অবৈধ অভিবাসীদের ফেরত নিতে বাংলাদেশ সরকারকে বলবেন তারা।
আসামের চূড়ান্ত নাগরিকপুঞ্জি প্রকাশের পরের দিন রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, বৈধ হিন্দু অভিবাসীদের পাশে থাকবে বিজেপি সরকার এবং তাদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।
বিশ্ব শর্মা আরো বলেন, ‘বিজেপি বৈধ হিন্দু অভিবাসীদের সাহায্য করবে যাতে অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো যায়।’
প্রায় চার বছর ধরে যাচাই-বাছাইয়ের পর শনিবার সকালে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স-এনআরসির (নাগরিকপুঞ্জি) চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকার। তালিকায় তিন কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন জায়গা পেয়েছেন, বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত শর্মা বলেন, ‘বিজেপি সরকার বৈধ হিন্দু অভিবাসীদের পাশে থাকবে এবং আমরা তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার পদক্ষেপ গ্রহণ করব। যাতে পরবর্তী সময়ে অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠাতে পারি।’