চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে আটকালো যাত্রীর পা! (ভিডিওসহ)

গা শিউরে ওঠার মতো ঘটনার সাক্ষী হলো ভারতের হায়দরাবাদের একটি রেলস্টেশনের প্ল্যাটফর্মে উপস্থিত সব যাত্রী। ঘটনার আরেক সাক্ষী সিসিটিভি।
চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। হঠাৎ পা পিছলে গেল তাঁর। আর সে অবস্থায় ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পা ঢুকে যায় ওই ব্যক্তির। এদিকে চলা শুরু করে ট্রেন। ওই প্ল্যাটফর্মের সিসিটিভির ফুটেজ এখন অন্তর্জালে ভাইরাল।
#WATCH Hyderabad: Railway Protection Force (RPF) personnel saves a man from being pulled under a moving train at Nampally Railway Station. #Telangana (29.08.19) pic.twitter.com/IjHhFC0JAE
— ANI (@ANI) August 29, 2019
ভিডিওতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝে ফেঁসে গেছেন ওই ব্যক্তি। এরপর ট্রেনের নিরাপত্তারক্ষী বাহিনীর এক সদস্য ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ে যান ঘটনাস্থলে। ট্রেনের সঙ্গে সঙ্গে ছোটেন তিনিও। আটকে পড়া ব্যক্তিকে কোনোমতে বাঁচিয়ে নেন।
ঘটনাটি গত ২৯ আগস্টের। হায়দরাবাদের নামপল্লী রেলওয়ে স্টেশনে এই ভয়ানক ঘটে। অবশ্য ওই যাত্রীর তেমন কোনো শারীরিক ক্ষতি হয়নি।