অস্ত্র নিয়ে ভারতের পার্লামেন্টে ঢোকার চেষ্টা, যুবক আটক

ছুরি নিয়ে জোর করে ভারতের পার্লামেন্টে প্রবেশ করতে চেয়েছিলেন এক যুবক। এ সময় নিরাপত্তারক্ষীদের হাতে আটক হন তিনি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশটির রাজধানী দিল্লিতে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, সোমবার সকালে মোটরসাইকেলে করে পার্লামেন্ট ভবনের এক নম্বর গেট দিয়ে জোর করে প্রবেশের চেষ্টা করেন ওই যুবক। তার হাতে একটি ছুরি ছিল। এ সময় তিনি রাম রহিমের নামে স্লোগান দিচ্ছিলেন।
প্রবেশ পথে নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলে। তিনি কী উদ্দেশ্যে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন তা এখনো জানা যায়নি। পুলিশও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানাতে পারেনি। এ বিষয়ে জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
সংবাদমাধ্যমটি আরো জানায়, আটক হওয়া ওই যুবকের নাম সাগর ইনসা (২৫)। নিয়াদিল্লির ডেপুটি পুলিশ কমিশনার আইশ সিংহল বলেন, মোটরসাইকেলে করে পার্লামেন্ট ভবনের এক নম্বর গেট দিয়ে জোর করে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয় তাকে। তার বাড়ি লক্ষ্মীনগরে। তিনি একটি ধর্মীয় সংগঠনের সঙ্গে জড়িত বলেও জানান ডেপুটি পুলিশ কমিশনার।