রাহুল গান্ধীকে জোর করে চুমু!

শান্ত-ধীরস্থির হিসেবে বেশ পরিচিতি আছে ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রপৌত্র রাহুলের সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না। লোকসভা নির্বাচনে দলের বিপর্যয়ের পর ছেড়েছেন সভাপতির পদ। নেতাকর্মী-শুভানুধ্যায়ীদের শত অনুরোধও বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন।
যা হোক, এবার ভক্তের অপ্রত্যাশিত আচরণের সম্মুখীন হলেন রাজীব গান্ধী-সোনিয়া গান্ধীর তনয় রাহুল গান্ধী। এক ব্যক্তি জোর করে চুমু দিলেন রাহুলকে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি কেরালার ওয়ানাদ পরিদর্শনে যান রাহুল। অন্য রাজনীতিকদের মতো গাড়িতে বসে কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও হাত মেলাচ্ছিলেন তিনি। ঠিক তখনই ঘটে বিপত্তি। একজন যুবক রাহুলের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেন আজব এক পদ্ধতিতে।
#WATCH A man kisses Congress MP Rahul Gandhi during his visit to Wayanad in Kerala. pic.twitter.com/9WQxWQrjV8
— ANI (@ANI) August 28, 2019
বার্তা সংস্থা এএনআইর টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরিহিত এক ব্যক্তি রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলান। এর পরেই আচমকাই ঘটে যায় ওই ঘটনা। ওই যুবক জড়িয়ে ধরেন রাহুলকে। এখানেই শেষ নয়। বেশ জোরাজুরি করে চুমু দেন কংগ্রেসের সাবেক সভাপতির গালে।
রাহুলকে অবশ্য এখানে তাঁর নামের সঙ্গে সুবিচার করতে দেখা গেছে। ওই যুবকের সঙ্গে সাক্ষাৎপর্ব শেষ হওয়ার পরে তিনি পরবর্তী সমর্থকের সঙ্গে আলাপে ব্যস্ত হয়ে পড়েন।
ভিডিওটি অন্তর্জালে আসতেই ভাইরাল হয়ে যায়। এ পর্যন্ত দুই লাখ ১২ হাজারের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। অন্তর্জালবাসীরা তৈরি করছেন মিম।
— Darshan Pathak (@darshanpathak) August 28, 2019