চাকরি না পেয়ে ‘আত্মহত্যা’ করলেন ইঞ্জিনিয়ার

চাকরি না পেয়ে হতাশ হয়ে এক যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার ওই যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। প্রাথমিক অনুসন্ধান শেষে এমন তথ্য দিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানায়, নিহত ওই যুবকের নাম সন্তোষ অধিকারী। তিনি ভারতের আসাম রাজ্যের বাসিন্দা। চাকরির খোঁজে এসে কলকাতার একটি মেসে থাকতেন।
তদন্তে পুলিশ জানতে পারে, সন্তোষ অধিকারী কলকাতার বিক্রমনগরে একটি মেসে থাকতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। দিল্লিতে মাদকাসক্ত কেন্দ্রে তার একবার চিকিৎসাও হয়। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সন্তোষ গোয়াতে একটি বেসরকারি সংস্থায় চাকরিও করতেন। কিন্তু মাদক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করার কারণে তার ওই চাকরিটি চলে যায়। এরপর তিনি কলকাতায় আসেন চাকরির খোঁজে। কিন্তু অনেক চেষ্টার পরও কোনো চাকরি পাননি সন্তোষ। আর তাই আরো বেশি মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।
মেসের অন্য সদস্যরা জানায়, গত শনিবার মদ খেয়েই মেস থেকে বেরিয়েছিলেন সন্তোষ। তারপর আর ফেরেননি। রবিবার কলকাতার গলফ গ্রিন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ জানায়, মানসিক অবসাদের কারণে ওই ভবনের ছাদে থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন সন্তোষ।