চোর খুঁজতে গিয়ে খাটের নিচে মিলল গৃহবধূর প্রেমিক

প্রেমিকসহ ঘরের মধ্যে ধরা পড়লেন এক গৃহবধূ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৌসুমি নামের ওই গৃহবধূ ও তাঁর প্রেমিক সুভাস দাসকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানা পুলিশ।
পরে আজ বুধবার তাঁদের আদালতে তোলা হলে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তপন সাউয়ের সঙ্গে বছরখানেক আগে বিয়ে হয় মৌসুমির। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। স্বামী তপন সাউ পেশায় ট্যাক্সিচালক আর স্ত্রী মৌসুমি পেশায় টেলিকলার। বছর ঘুরতে না ঘুরতেই স্বামীর বন্ধু সুভাস দাসের প্রেমে পড়েন মৌসুমি। স্বামী রাতে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। সেই সুযোগে প্রেমিককে বাড়িতে ডেকে নেন মৌসুমি।
রাতে বাথরুমে যান তপনের বড় ভাই স্বপন সাউ। বাড়ির বাইরে জুতা দেখে তাঁর সন্দেহ হয়। তিনি ভাবেন যে, বাড়িতে কোনো চোর ঢুকেছে। সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাকেন স্বপন। স্ত্রী ডাকেন মৌসুমিকেও। মৌসুমিও চোর খোঁজার ভান করেন। তারপর মৌসুমির খাটের তলা থেকে উদ্ধার হয় সুভাসকে।