ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১৬

ভারতের পাঞ্জাব রাজ্যে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ছাড়া আরো অন্তত ৫০ জন কারখানাটির ভেতর আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ বলছে, নিহতের সংখ্যা বাড়তে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, কারখানাটি গুরুদাশপুরের বাটালা অঞ্চলে অবস্থিত। এরইমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন।
খবরে বলা হয়, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৪টায়। বিস্ফোরণের কারণে কারখানার আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, উদ্ধারকাজ শুরু হয়ে গেছে। জেলার কালেক্টর ও সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট সেই উদ্ধারকাজ তদারকি করছেন।