প্রেমের কারণে গ্রাম্য শালিসে তরুণীকে নির্যাতন

প্রেমকে কেউ মনে করে স্বর্গীয়, আবার কেউ মনে করে অপরাধ। আর সেই প্রেমের কারণেই এবার নির্যাতনের স্বীকার এক তরুণী। অন্য গোত্রের এক যুবকের সাথে প্রেম করার কারণে মারধরের পর ওই তরুণীকে অর্ধনগ্ন করে সারা গ্রাম ঘোরালেন গ্রামের মোড়ল।
সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, অন্য সম্প্রদায়ের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলায় আদিবাসী এক তরুণীকে বেধড়ক মারপিটের পর অর্ধনগ্ন করে গ্রামে ঘুরিয়েছে স্থানীয় জনগণ। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার তেমাচি গ্রামে বর্বর এই ঘটনাটি ঘটেছে। তেমাচির ভিলালা সম্প্রদায়ের ১৯ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে ভিল সম্প্রদায়ের এক তরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। দুজনের এই প্রেমের কথা জানাজানি হওয়ার পর গ্রামের মোড়লরা সালিশি বৈঠক ডাকেন। বৈঠকে সিদ্ধান্ত হয় ওই তরুণীকে লাঠি দিয়ে মারধর করার। পরে তাকে অর্ধনগ্ন করে পুরো গ্রামে ঘোরানো হয়।
আলিরাজপুর জেলার জোবাট পুলিশের সাব ডিভিশনাল অফিসার আর সি ভাকর বলেন, ‘ওই তরুণীকে মারধরের ঘটনার কথা আমাদের কানে এসেছে। কিন্তু এখন পর্যন্ত ওই তরুণী কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছে।’