আকাশচুম্বী অট্টালিকা যেন ‘জলপ্রপাত’, দেখুন ভিডিও

অট্টালিকা থেকে অঝোর ধারায় পড়ছে জল, যেন বাণিজ্য নগরীতে রাতারাতি তৈরি হয়েছে একটি বিরাট জলপ্রপাত। ৪০ সেকেন্ডের একটি টুইটার ক্লিপে ভারতের মুম্বাইয়ের কাফে প্যারেড অঞ্চলের ৪০তলা ভবনের ওপরে থেকে এই জল পড়তে দেখা যাচ্ছে।
এটা দেখে যে কেউ কৃত্রিম জলপ্রপাত ভেবে ভুল করতে পারেন। অবিশ্বাস্য দৃষ্টিতে মানুষ মুম্বাইয়ের এই জলপ্রপাতের মতো দৃশ্য দেখছেন। কেউ কেউ তো আবার ফিল্মি দৃশ্য দেখছেন বলেও মনে করছেন।
Waterfalls in New Cuffe Parade! #MumbaiRains pic.twitter.com/eqPQhGf73V
— K Sudarshan (@SudarshanEMA) September 4, 2019
যদিও ভিডিওটি যিনি পোস্ট করেছেন তাঁর দাবি, মুম্বইয়ের অবিরাম বৃষ্টিপাতের কারণে নয়,বরং সদ্য পানি ভর্তি একটি ট্যাঙ্কে ফাটল দেখা দেওয়ায় এই ঘটনা ঘটেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরে এটি দেখে অনেকেই নানা মন্তব্য করেছেন। মন্তব্যে এমনও বলা হয়েছে যে, এবার এই বহুতলের নির্মাতার জলপ্রপাতটি দেখার জন্য অর্থ আদায় করতে চাইবেন।