ভারত-রাশিয়ার যৌথ প্রযুক্তিতে আসছে ‘এ কে-২০৩’

কিছুদিন পরেই ভারতীয় সেনাবাহিনীর হাতে আসবে উন্নত প্রযুক্তির শক্তিশালী এ কে-২০৩ রাইফেল। এই অত্যাধুনিক রাইফেল তৈরির জন্য এরইমধ্যে চুক্তি স্বাক্ষর করেছে ভারত-রাশিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ভারতের মাটিতে এবার রাইফেল তৈরি করতে যাচ্ছে রুশ অস্ত্র নির্মাণকারী সংস্থা ‘কালাশনিকভ’। আমেথিতে সেই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ বিষয়ে বুধবার মোদি বলেন, ভারতের মাটিতে রুশ অস্ত্র নির্মাণকারী সংস্থা ‘কালাশনিকভ’ ও ভারতের যৌথভাবে তৈরি করা এই এ কে-২০৩ রাইফেল প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে একটি মেলবন্ধন রচনা করবে।
উল্লেখ, ২০১৮-এর এপ্রিল মাসে ওই রুশ সংস্থাটির সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন। চুক্তি অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর হাত তুলে দেওয়া হবে এ কে-২০৩ রাইফেল।
অর্থাৎ পরবর্তী সময়ে ভারতের তিন বাহিনীর বর্তমানে ব্যবহৃত ‘ইনসাস’ রাইফেলের বদলে এবার থেকে দেখা যাবে এ কে-২০৩।
নতুন কী দেখা যাবে এই রাইফেলে? সূত্রের খবর অনুযায়ী, এর বাঁট ভাজ করা অথবা লম্বা করে ব্যবহার করা যাবে। টেলিস্কোপের পাশাপাশি জোড়া যাবে দুটি স্ট্যান্ড। এ ছাড়া প্রতি মিনিটে চালানো যাবে ৬০০ রাউন্ড গুলি।