ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় নারী সাংবাদিকের ভিডিও ধারণ

গোপন ক্যামেরায় মানুষের ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করা নতুন ঘটনা নয়। এ নিয়ে অনেক রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনেককে। তবে এবার এমন একটি ঘটনা ঘটেছে কাপড়ের দোকানের ট্রায়াল রুমে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ভারতের রাজধানী নয়াদিল্লির অভিজাত এলাকা গ্রেটার কৈলাসে একটি অন্তর্বাসে দোকানের ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় এক নারী সাংবাদিকের অর্ধনগ্ন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে।
এ ঘটনায় ২৭ বছর বয়সী ওই নারী সাংবাদিক দিল্লি পুলিশের কাছে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-সি ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও অভিযুক্ত দোকান মালিকেকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযোগে ওই নারী বলেন, ট্রায়াল রুমে তিনি যখন কাপড় পরিবর্তন করছিলেন, তখন দোকানের মালিক সেই দৃশ্য লাইভ দেখেছেন। শুধু তাই নয়, আরো অনেক নারীর ভিডিও ফুটেজ ওই দোকান মালিকের কাছে রয়েছে বলে জানায় পুলিশ।
অভিযোগে বলা হয়, গত ৩১ আগস্ট অন্তর্বাস কিনতে গিয়ে ওই দোকানের ট্রায়াল রুমে ঢুকেন তিনি। আর ওইরুমে স্থাপন করা লুকানো ক্যামেরায় তার অর্ধনগ্ন ভিডিও ধারণ করেছেন দোকান মালিক।
অভিযোগে ওই নারী বলেন, ‘কিছু জিনিস পছন্দ করার পর এক নারী কর্মীকে ট্রায়াল রুমে নিয়ে যাওয়ার জন্য বলি। তার নির্দেশ মতো একটি ঘরে গিয়ে আমি সবগুলো পোশাক ট্রায়াল দিয়ে দেখি। ১০ মিনিট পর ওই নারী কর্মী ভেতরে ঢুকে অন্য রুমে যেতে বলেন। কারণ হিসেবে কর্মী বলেন, ওই রুমে সিসি ক্যামেরা রয়েছে।’
কিন্তু এখানেই শেষ হয়নি। অভিযোগকারী নারী বলেন, ‘এর মধ্যে ওই নারী প্রায় জোর করে অন্য একটি রুমে গিয়ে ট্রায়াল দিতে বলেন। সেই সময় আমি কার্যত অর্ধনগ্ন ছিলাম। আমি দেখতে পাই ওই রুমের বাইরেই দোকানের মালিক এবং আরো এক ব্যক্তি বসে ছিলেন। আমি তাদের দেখেই সঙ্গে সঙ্গে পোশাক পরে ফেলি এবং রুমের বাইরে বেরিয়ে আসি।’