শেষ মুহূর্তে এসে যোগাযোগ-বিচ্ছিন্ন ভারতের চন্দ্রযান

চন্দ্রপৃষ্ঠে নামার আগেই যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারতের চন্দ্রযান-২ মহাকাশযানের অবতরণযান (ল্যান্ডার) বিক্রম। প্রথম কোনো দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের মহাকাশযানের অবতরণ অভিযান আপাতদৃষ্টিতে ব্যর্থ বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান-ইসরোর প্রধান কে শিবান বলেন, ‘তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।’ ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, চাঁদ থেকে ২.১ কিলোমিটার দূরত্বে থাকা অবস্থায় ল্যান্ডার থেকে তথ্য পাওয়া বন্ধ হয়ে যায়। ইসরোর চেয়ারম্যান কে শিবান জানান, চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার দূরত্বে থাকা পর্যন্ত স্বাভাবিকভাবে চলছিল বিক্রমের অবতরণ প্রক্রিয়া। তারপর বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা।
পানির খোঁজে ২০০৮ সালে চাঁদে সফল অবতরণ করেছিল ভারতের প্রথম চন্দ্রযান চন্দ্রযান-১।