ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধাকে কুপিয়ে খুন

ডাইনি অপবাদ দিয়ে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর নাতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কলকাতার গড়বেতার তাঁতিজোড়া গ্রামে। নিহত ওই বৃদ্ধার নাম সরলা মান্ডি।
সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায়, আট মাস ধরে সরলা মান্ডিকে ডাইনি অপবাদ দিয়ে অত্যাচার করত তাঁর নাতি তপন মান্ডি। কয়েকদিন আগে গ্রামেরই এক ব্যক্তিকে সাপে কামড়ালে তার মৃত্যু হয়। তারপর থেকেই সরলা মান্ডির ওপর অত্যাচার আরো বাড়ে।
শুক্রবার রাতে ডাইনি অপবাদ দিয়ে বেধড়ক মারধর করা হয় ৬৫ বছরের বৃদ্ধাকে। মারধরের ফলে অচেতন হয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে দাঁ দিয়ে কুপিয়ে খুন করা হয় তাকে।
ঘটনার খবর পেয়ে গভীর রাতেই ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত তপন মান্ডিকে গ্রেপ্তার করেছে পুলিশ।