‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী গোমূত্র পান করতেন’

ওষুধ তৈরির প্রস্তুতি ও ক্যান্সার নিরাময়ের জন্য গুরুত্বের সঙ্গে গো মূত্রের ব্যবহার করছে ভারতের আয়ুশ মন্ত্রণালয়। আর ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাই রোগ নিরাময়ের জন্য গোমূত্র পান করতেন।
মন্ত্রী অশ্বিনি কুমার চৌবে বলেন, ‘গোমূত্র নিজেই শক্তিশালী। গোমূত্রকে অনন্য হিসেবে বিবেচনা করা হয়। শরীরের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য এর গুণ আছে। ওষুধ তৈরি এবং ক্যান্সারের চিকিৎসার জন্য আয়ুশ মন্ত্রণালয়ও গোমূত্র ব্যবহারে কাজ করছে। ক্যান্সারের চিকিৎসার জন্য গোমূত্র ব্যবহার করে কীভাবে ওষুধ তৈরি করা যায়, এখন সেই আলোচনা ও প্রচেষ্টা চলছে।’
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, অশ্বিনি কুমার আরো বলেন, ‘আমরা অনেক সময় দেখি মানুষ রোগ নিরাময়ের জন্য গোমূত্র পান করছেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেসাই জি নিজেও গোমূত্র পান করতেন। গোমূত্রের বিষয়ে গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে।’
তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এক আলোচনা সভায় অশ্বিনি বলেন, বেশ কয়েক ধরনের ওষুধ তৈরিতে গোমূত্র ব্যবহার করা হয়। এটি ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের চিকিৎসার জন্যও ব্যবহার করা হয়। দেশীয় জাতের গরুর মূত্র প্রায়ই এই কাজে ব্যবহৃত হয়।