ল্যান্ডার বিক্রম অক্ষত রয়েছে, ভেঙে যায়নি : ইসরো

ভারতীয় চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে অক্ষত আছে বলে দাবি করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ইসরোর বিজ্ঞানীরা বলছেন, বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের সব চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানায়, সোমবার ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টার কথা জানিয়েছেন ইসরোর এক কর্মকর্তা। তারা এখনো আশা ছাড়েননি বলেও তিনি নিশ্চিত করেছেন।
চাঁদের বুকে ‘হার্ড ল্যান্ডিং’ হয়েছে বিক্রমের। তবে এই ঝাঁকুনিতে ভেঙে যায়নি বিক্রম। অরবিটারের পাঠানো ছবি দেখে বিক্রম অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরোর বিজ্ঞানীরা। যে নির্দিষ্ট জায়গায় নামার কথা ছিল, তার খুবই কাছে নেমেছে ল্যান্ডারটি।
অবশ্য বিক্রমের সঙ্গে আবারও যোগাযোগ স্থাপন বেশ কঠিন হবে বলেই মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। এর প্রতিটা অংশ যদি ঠিকভাবে কাজ করে এবং অ্যান্টেনা গ্রাউন্ড স্টেশন বা অরবিটারের দিকে মুখ করে থাকে তাহলেই যোগাযোগ স্থাপন সম্ভব হবে।