গরুর কথা শুনে চমকে উঠা দুর্ভাগ্যজনক : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গরু শব্দটি শুনলেই অনেকে চমকে উঠেন, যেন দেশ ষোড়শ শতাব্দীতে ফিরে যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।’ তিনি বলেন, ‘পশুদের ছাড়া গ্রামীণ অর্থনীতির কথা কি কেউ বলতে পারবেন?’
আজ বুধবার উত্তর প্রদেশের মথুরায় জাতীয় পশুরোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। মোদি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ওই তথ্য জানিয়েছে।
মোদি বলেন, ‘আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে, কিছু মানুষের কানে যদি ওম শব্দটি পড়ে, তারা চমকে উঠেন। গরু শব্দটি শুনলে, তারা চমকে উঠেন। তাদের মনে হয় দেশ ষোড়শ শতাব্দীতে চলে যাচ্ছে। এমনই জ্ঞান! ’
নরেন্দ্র মোদি আরো বলেন, ‘পরিবেশ ও প্রাণীকুল ভারতের অর্থনীতিতে সব সময়ই গুরুত্বপূর্ণ। আমরা নতুন ও শক্তিশালী ভারতের দিকে এগোতে পারব যদি প্রকৃতি ও অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সমতা বিধান করতে পারি।’
৫০ কোটি পশুকে প্রতিষেধক দিতে আগামী পাঁচ বছর ১২ হাজার ৬৫২ কোটি রুপি খরচ করবে ভারত। পশুদের মধ্যে আছে গরু, মহিষ, ভেড়া, ছাগল ও শূয়র।