বঙ্গে এনআরসি হবেই, বাদ যাবে দুই কোটি : দিলীপ

ভারতের পশ্চিমবঙ্গে নাগরিক পঞ্জি (এনআরসি) হবেই বলে গত বুধবার কলকাতায় দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার ঠিক আগে একই দাবি তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সেভ বেঙ্গল’ নামের একটি আলোচনাসভায় তিনি বলেন, ‘আসামের ধাঁচে পশ্চিমবঙ্গে এনআরসি হবে। তাতে প্রায় দুই কোটি মানুষ বাদ যাবে। বিদেশি নাগরিক এসে রাজ্য তথা দেশের সম্পদ নষ্ট করছে। তা রুখতেই এনআরসি প্রয়োজন।’
পশ্চিমবঙ্গে এনআরসি রুখতে পথে নেমে প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘মুখ্যমন্ত্রীর পুরোনো অভ্যাস আছে কিছু হলেই রাস্তায় নামার। বাড়ি থাকতে পারেন না। সেই অভ্যাস বজায় রাখতেই তিনি রাস্তায় নামছেন। ২০২১ সালের পর তো রাস্তাতেই নামতে হবে। তবে যে-ই রাস্তায় নামুক, পশ্চিমবঙ্গে এনআরসি হবেই।’
এদিকে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুরে কলকাতার সিঁথি থেকে শ্যামবাজার পর্যন্ত রাস্তায় প্রতিবাদ মিছিলে হাঁটেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা।