আরেকটা বঙ্গভঙ্গের চেষ্টা করবেন না : মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে কোনো ‘এনআরসি’ হবে না। বিজেপি নেতারা সম্প্রতি বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করা হবে বলে মন্তব্য করার পর এই হুঁশিয়ারি দিলেন মমতা।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে হাজার হাজার মানুষকে নিয়ে পদযাত্রা ও পরে এক সমাবেশে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করেন তিনি।
এ সময় মমতা বলেন, ‘আর একটা বঙ্গভঙ্গের চেষ্টা করলে চলবে না। আগুন নিয়ে খেলবেন না। ক্ষমতা থাকলে বাংলার গায়ে হাত দিয়ে দেখান। দুই কোটি কেন, দুজনের গায়ে হাত দিয়ে দেখান।’
আসামে এনআরসি বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন,‘ আসামে যে ১৯ লাখ মানুষ এনআরসিতে বাদ পড়েছে এর মধ্যে ১২ লাখ হিন্দু রয়েছেন। ১৯ লাখ মানুষের মধ্যে রয়েছেন বৌদ্ধ, মুসলিম ও অন্য ধর্মাবলম্বী।’