এবার লাদাখে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে সংঘর্ষ

ভারতের লাদাখের প্যাংগং হ্রদের তীরে প্রায় সারা দিন ধরে ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘাত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তবে দিনের শেষে দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর সেই বিরোধের অবসান হয়। এখন পরিস্থিতি সেখানে শান্ত বলেই জানা গেছে।
সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, গত মাসের ৫ তারিখে ভারত সরকার লাদাখকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর এই প্রথম দুই দেশের সেনাবাহিনী কোনো মুখোমুখি সংঘাতে জড়াল।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘ভারতীয় সেনাবাহিনীর একটি দল প্যাংগং হ্রদের তীরে টহল দিচ্ছিল। তখন চীনা সেনাবাহিনীর সৈন্যরা ভারতীয় সৈন্যদের বাধা দেয়। আমাদের সৈন্যরা আমাদের ভূখণ্ডে টহল দেওয়ার সময় তারা বাধা দেওয়ায় এই সংঘর্ষ হয়।’
এর আগেই লাদাখ অঞ্চলকে ভারতের কেন্দ্রীয় শাসনের অধীনে নেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বেইজিং।
লাদাখের যে প্যাংগং হ্রদের ধারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেটি দুই দেশের বর্তমান সীমান্ত বরাবর অবস্থিত।
প্রায় ১৩৫ কিলোমিটার লম্বা এই সুদীর্ঘ হ্রদটি চীনের তিব্বত থেকে ভারতের লাদাখ পর্যন্ত বিস্তৃত।
ভারত এই হ্রদের প্রায় এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে থাকে। প্যাংগং লেকের বাকি অংশ রয়েছে চীনের নিয়ন্ত্রণে।