পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে সরকারের নির্দেশের অপেক্ষায় ভারতের সেনাবাহিনী। পাকিস্তান-কাশ্মীরের বিষয়ে সব রকমভাবে প্রস্তুত সেনাবাহিনী—বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
ভারতীয় সেনাপ্রধানের বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত সেনাবাহিনী।
সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে স্বায়ত্তশাসন বাতিল করা জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখতে সেখানকার স্থানীয় বাসিন্দারা অবশ্যই সাহায্য করবে বলে জানিয়েছেন বিপিন রাওয়াত।
তিনি জানান, এত দিন সন্ত্রাসবাদের আগুন বইতে হয়েছে তাদের। এবার শান্তি ফেরাতে সরকারকে একটা সুযোগ দেবেন তারা।
এর আগে গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকারের এখন লক্ষ্য পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে উদ্ধার করা। এটা শুধু দলের এজেন্ডা নয়, ১৯৯৫ সালে নরসিমা রাওয়ের সরকারে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়।’