ঘটা করে বিয়ে, কিন্তু সংসার টিকল না বেশিদিন!

বৃষ্টি না হলে ব্যাঙের বিয়ে! এমন প্রচলিত রীতি মানে ভারতীয় সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই। তাদের বিশ্বাস, ব্যাঙের বিয়ে হলে দেবরাজ ইন্দ্র খুশি হন। ফলে বৃষ্টি নামে।
সে রীতি মেনেই দুই মাস আগে বৃষ্টির আশায় জাঁকজমকপূর্ণভাবে দুটি ব্যাঙের মধ্যে বিয়ে দেওয়া হয়েছিল। তবে বৃষ্টি তো হয়েছেই, সেই সঙ্গে মিলেছে অতিবৃষ্টি। রীতিমতো বন্যা-পরিস্থিতি।
এ জন্য এবার বৃষ্টির বদলে বৃষ্টি থামাতে ভিন্ন কায়দা অবলম্বন করা হয়। বৃষ্টির আশায় যে দুটি ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছিল, এবার বৃষ্টি থামাতে তাদের দুই মাসের সংসার ভেঙে দেওয়া হলো। এমন উদ্ভট ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভুপালে। আর এমন কাজে সহায়তা করেছেন স্থানীয় ধর্মগুরুরাই। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
দুই মাস আগে ভুপালে বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। এর ফলে বৃষ্টির জন্য সামাজিক নিয়ম মেনে, লোকজনকে নিমন্ত্রণ করে বিয়ে দেওয়া হয় দুটি ব্যাঙের মধ্যে।
এরপর বৃষ্টি হলেও ধীরে ধীরে অতিবৃষ্টি শুরু হতে থাকে। ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
ভুপালের আবহাওয়া অফিস জানিয়েছে, এ বছর স্বাভাবিকের চেয়ে ২৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। চলতি বছরের বৃষ্টি গত ১৩ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ভারিবর্ষণের পর ভোপালের নিচু এলাকাগুলো ভেসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। অতিবৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে ভোপালের বাসিন্দারা।
এলাকাবাসীর ধারণা, ব্যাঙের বিয়ে দেওয়ার জন্যই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ জন্য তাদের বিবাহবিচ্ছেদ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যাঙ দুটিকে আবারও মন্দিরে নিয়ে গিয়ে মন্ত্রপাঠ করে বিবাহবিচ্ছেদ করানো হয়।