সাদা পতাকা দেখিয়ে কাশ্মীর সীমান্ত থেকে লাশ নিয়ে গেল পাকিস্তান (ভিডিওসহ)

সাদা পতাকা দেখিয়ে কাশ্মীর সীমান্ত থেকে দুটি লাশ নিয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনী। এই দুজন গত বুধবার ভারতীয় সেনাবাহিনীর হাতে নিহত হন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার নিহত হলেও লাশ নিয়ে যেতে পারেনি পাকিস্তান। অবশ্য দুবার চেষ্টা করেছিল তারা কিন্তু ব্যর্থ হয়। এরপর শুক্রবার সাদা পতাকা দেখিয়ে সীমান্ত থেকে লাশ নিয়ে যায় পাকিস্তান সেনাবাহিনী।
সাদা পতাকা দেখিয়ে লাশ নিয়ে যাওয়ার বিষয়টি ভিডিও আকারে প্রকাশ করেছে ভারতভিত্তিক সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)। এরইমধ্যে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিনগত রাতে কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে নিহত হয় এক পাকিস্তানি সৈন্য। তখন ফিরতি গুলি চালিয়ে লাশ নিয়ে যেতে চেয়েছিল তারা।
লাশ নিতে এসে ভারতীয় বাহিনীর গুলিতে আরো একজন নিহত হয়। এরপর বেশ কয়েকবার চেষ্টা চালিয়েও লাশ নিতে পারেনি। শেষ পর্যন্ত সাদা পতাকা দেখিয়ে লাশ নিয়ে গেছে পাকিস্তানি বাহিনী।