গণেশের মূর্তি বিসর্জন দিতে গিয়ে ডুবে ১২ জনের মৃত্যু

বেশ কিছুদিন ধরেই গণেশ পূজার আনন্দে মত্ত ছিলেন সবাই। কিন্তু নদীতে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে এমন একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে কে জানত? ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরে একটি নদীতে গণেশ মূর্তি বিসর্জন দিতে গিয়ে উল্টে যায় নৌকা। আর এতেই নদীর পানিতে ডুবে ১২ জনের মৃত্যু হয়েছে।
সংবাদ সংস্থা বিএসএস এক প্রতিবেদনে জানায়, ২০ থেকে ২৫ জন যাত্রী হিন্দু ধর্মাবলম্বিদের দেবতা গণেশের মূর্তি ডোবানোর সময় নৌকাটিসহ ডুবে যায়।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো একজনের মরদেহের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
গণেশ মূর্তির বিসর্জন দিতে যাওয়া কেউই কোনো লাইফ জ্যাকেট পরেনি। এর ফলেই ওই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও ভারতে বিভিন্ন জায়গায় এভাবেই মূর্তি বিসর্জনের সময় নৌকা উল্টে দুর্ঘটনা ঘটেছে। আনন্দের আতিশয্যে মানুষ প্রাথমিক সতর্কতা অবলম্বন করতেও ভুলে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।
চলতি সপ্তাহ ছিল গণেশ চতুর্থী উৎসবের সমাপ্তি। একে বিনায়ক চতুর্থীও বলা হয়। উৎসবে জাঁকজমকভাবে সজ্জিত গণেশ মূর্তি পানিতে ডোবানো হয়।