গণেশ পূজায় নাগিন ড্যান্স দিয়ে যুবকের মৃত্যু (ভিডিওসহ)

জনপ্রিয় বলিউড সিনেমা ‘নাগিনে’র নাগিন গানের তালে নাচার সময় মঞ্চে হঠাৎ পড়ে গিয়ে মারা গেলেন এক যুবক। হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা গণেশের মূর্তি বিসর্জনে ‘গণেশ চতুর্বেদী’ উদযাপনে নাগিন গানের তালে নাচের সময় এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সিওনি এলাকায়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, নাগিন গানের তালে এক নারীর সঙ্গে নাচতে নাচতে মঞ্চে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়। এ দৃশ্য দেখে উপস্থিত দর্শকরা হতবাক হয়ে যান। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
মঞ্চে নাচতে নাচতে মারা যাওয়া ওই যুবকের নাম গুরুচরণ ঠাকুর। নাচার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
হিন্দুদের অন্যতম একটি উৎসব গণেশ চতুর্থী। হিন্দুদের দেবতা গণেশের আগমণ উপলক্ষে প্রত্যেক বছর মহাসমারোহে এই উৎসব পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। প্রায় ১১ দিন ধরে ভারতে এই উৎসবের সমাপ্তি ঘটে বিসর্জনের মধ্যদিয়ে।