‘হিন্দি, শুধু হিন্দিই পারে ভারতকে ঐক্যবদ্ধ করতে’

ভারতের সকল প্রান্তের লোকের মুখের ভাষা যাতে হিন্দি হয়ে ওঠে, এবার তার পক্ষেই জোর দিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ।
শনিবার ‘হিন্দি দিবস’ উপলক্ষে এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দি ভাষাই ভারতের ঐক্যকে ধরে রাখতে পারে বলে মত দিয়েছেন।
টুইট বার্তায় অমিত শাহ লেখেন, ‘ভারতে বহু ভাষা রয়েছে। তাই প্রতিটি ভাষারই নিজস্বতা, স্বাতন্ত্র্য ও তাৎপর্য রয়েছে। তবে বিশ্বে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষা অত্যন্ত প্রয়োজন। দেশের কোনো ভাষা যদি ভারতের ঐক্য ও সংহতিকে অটুট রাখতে পারে, তা হলো আমাদের বহুপ্রচলিত হিন্দি ভাষা।’
এ দিকে ভাষা ইস্যুতে পরে টুইটারে আরো একটি পোস্ট দেন অমিত শাহ। যেখানে তিনি মাতৃভাষার পাশাপাশি হিন্দি ভাষার ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেন।
টুইটার পোস্টে বিজেপির সভাপতি সবাইকে হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ঐতিহাসিক এই দিনে মাতৃভাষার পাশাপাশি হিন্দির ব্যবহার বৃদ্ধির জন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি।’
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ক্ষমতাসীন মোদি সরকার জাতীয় শিক্ষানীতির অধীনে দেশের সকল স্কুলে হিন্দি ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার সুপারিশ করে একটা খসড়া প্রকাশ করেছে। মূলত এর পরই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যাপক আলোড়ন শুরু হয়। যেখানে সমর্থন জানিয়ে প্রতিবাদে সামিল হয় তামিলনাড়ুর রাজ্যের প্রায় অধিকাংশ বিরোধী দল।
তবে ভারতের সব প্রান্তে হিন্দি ভাষা ব্যাবহার করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহের টুইটের পর এর বিপক্ষে অবস্থান নিয়েছে বিরোধী দল। তাঁরা অমিত শাহকে বিষয়টি আবারো ভাবার পরামর্শ দিয়েছেন।