মাথায় গজিয়েছে শিং!

ছোটবেলায় মাথায় একবার ঠোকাঠুকি হলে অপরজন আরেকবার ঠুকে দিয়ে বলত—একবার ঠুকতে নেই, শিং গজাবে। যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে এবার সত্যিই মাথায় শিং গজিয়েছে এক ব্যক্তির!
ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, সে দেশের মধ্যপ্রদেশের শ্যামলাল যাদব নামের এক ব্যক্তির মাথায় শিংয়ের মতোই একটি পিণ্ড গজিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭৪ বছরের শ্যামলাল যাদব মধ্যপ্রদেশের সাগর জেলার রহলি গ্রামের বাসিন্দা। বছর কয়েক আগে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। এর পরেই মাথার সামনের অংশটা ফুলে যায়। পরে সেখানে শিংয়ের মতোই একটি পিণ্ড গজিয়ে ওঠে। দিনে দিনে উঁচু হতে থাকে সেই শিং। প্রথম প্রথম অবাক হতেন শ্যামলাল। তবে পরে বিষয়টি তাঁর কাছে স্বাভাবিক হয়ে ওঠে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওই পিণ্ডটি নাকি নিজেই কয়েকবার কেটে ফেলার চেষ্টা করেছেন শ্যামলাল। তবে ক্রমেই শিংয়ের আকার ধারণ করায় চিন্তিত হয়ে পড়েন। শেষমেশ যান চিকিৎসকের কাছে। তাঁরা পরীক্ষার পর জানান, এটি আসলে ‘সেবাসিয়াস হর্ন’, যা ‘ডেভিলস হর্ন’ নামেও পরিচিত। শরীরের যে অংশটি সবচেয়ে বেশি রোদ পায়, সাধারণত এটি সেখানেই গজিয়ে ওঠে।
চিকিৎসকেরা জানান, শ্যামলালের মাথায় আঘাত লাগার পরই ওই পিণ্ড গজায়। তবে এটি অত্যন্ত বিরল ঘটনা।
চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের মাধ্যমে ওই পিণ্ডটি সরিয়ে ফেলা সম্ভব। সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে শ্যামলালের ওই পিণ্ড সরিয়ে ফেলা হয়েছে।