ভারতে নৌকা ডুবে নিহত ৫, নিখোঁজ ৩৫ পর্যটক

ভারতের অন্ধ্রপ্রদেশে নৌকা ডুবে পাঁচজন নিহত ও ৩৫ জন নিখোঁজ হয়েছেন। রোববার দুপুরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় গোদাবরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানায়, ৬৩ জন পর্যটক নিয়ে গোদাবরী নদীতে ভ্রমণে বের হয় নৌকাটি। দেবীপত্তনমের কাছে গান্ডি পোচাম্মা মন্দির থেকে ওই নৌকাটি ছেড়েছিল।
পাপিকনদালু পর্বতের কোলে গোদাবরীর বক্ষ নৌকাবিহার পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র।
ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর কর্মীরা এরইমধ্যে উদ্ধারকাজে নেমেছে। ওএনজি সংস্থার হেলিকপ্টারকেও নামানো হয়েছে উদ্ধারকাজে। ঘ
ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে সর্বক্ষণ যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। মাত্র দুদিন আগেই মধ্যপ্রদেশে গণেশ বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে মারা যান ১২ জন।