মোরগের লড়াই নিয়ে গোলাগুলি, নিহত ১৫

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোয় মোরগের লড়াইকে কেন্দ্র করে গোলাগুলিতে অন্তত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো আটজন। গত রোববার দেশটির মধ্যাঞ্চলের গুয়েরবের প্রদেশের চুয়াজিনিচুইলাপা শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ৯টার কিছু সময় পর বন্দুকধারীরা মোরগ খেলার ময়দানে এলোপাতাড়ি গুলি চালালে এ ঘটনা ঘটে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী এ সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। ডেইলি মেইল জানিয়েছে, মোরগের লড়াইকে কেন্দ্র করে ওই অঞ্চলের বিবদমান দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। আর ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, মোরগ লড়াই চলাকালীন বন্দুকধারীরা এক ব্যক্তিকে খুন করলে গোলাগুলি শুরু হয়।
তবে গুয়েরবের শহরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসে জেফরি বিবিসিকে জানিয়েছেন, মোরগের লড়াই দেখতে আসা দুটি পক্ষের মধ্যে কথাকাটাকাটির জের ধরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ২৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।