লোকাল ট্রেনেই সন্তানের জন্ম দিলেন তরুণী

চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দিলেন এক তরুণী। গত শনিবার ভারতের মুম্বাইয়ে একটি লোকাল ট্রেনে তিনি সন্তান প্রসব করেন।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ট্রেনটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে থানের দিকে যাচ্ছিল। সেই সময়ই আচমকা ওই তরুণীর প্রসব যন্ত্রণা শুরু হয়।
এরপর তিনি চলন্ত ট্রেনেই জন্ম দেন সন্তানের।
পরে তাঁকে রেলের ‘ওয়ান রুপি ক্লিনিক’-এ নিয়ে যাওয়া হয় আপৎকালীন চিকিৎসার জন্য। সেখানে মা ও শিশুকে পরীক্ষা করেন চিকিৎসক। তারপর তাঁদের সরকারি হাসপাতালে পাঠানো হয়।
এই নিয়ে নবমবার রেলের ‘ওয়ান রুপি ক্লিনিক’-এর সাহায্যে সফলভাবে সন্তান জন্ম দিলেন কোনো নারী।