মোদির জন্মদিনে ১.২৫ কেজি ওজনের স্বর্ণমুকুট উপহার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার বারাণসীর সঙ্কটমোচন মন্দিরে ১.২৫ কেজি ওজনের একটি সোনার মুকুট দান করলেন মোদিভক্ত অরবিন্দ সিং।
দেশটির সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় এলে বারাণসীর সঙ্কটমোচন মন্দিরে সোনার মুকুট দান করবেন বলে আগে থেকেই মানত করে রেখেছিলেন এই মোদি ভক্ত। মনোবাসনা পূরণ হয়েছে, তাই মানত রাখতে এবার মোদির জন্মদিনকেই মুকুট দানের জন্য বেছে নিয়েছেন ভক্ত অরবিন্দ।
এএনআইকে অরবিন্দ সিং জানান, লোকসভা ভোটের আগে থেকেই আমি এই মানত করে রেখেছিলাম যে মোদিজি যদি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসেন; তাহলে আমি হনুমানজিকে ১.২৫ কেজির সোনার মুকুট দেব।
ওই মন্দিরের পুজারি বলেন, মোদিজি যেভাবে দেশকে তৈরি করেছেন, গত ৭৫ বছরের কেউ তা পারেনি। সুতরাং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই মুকুটটি তাঁর জন্মদিনের একদিন আগে হনুমানজিকে দেওয়া হবে। এর ফলে প্রধানমন্ত্রীর জীবন এবং ভারতের ভবিষ্যত উভয়েই সোনার মতো আলোকিত হবে। কাশীবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্য এটি আমাদের উপহার।
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদারদাস মোদি।