ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচতে অভিনব ফন্দি, ভিডিওসহ

সেপ্টেম্বর মাস থেকে ভারতজুড়ে কঠোর হয়েছে ট্রাফিক আইন। সন্দেহজনক মনে হলেই রাস্তার ধারে দাঁড় করিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করে দেখবে পুলিশ। কিন্তু অনেক সময় গাড়ির কাগজপত্র নিয়ে রাস্তায় বেরোতে ভুলে যান অনেকেই। তখনই ফ্যাসাদে পড়তে হয় গাড়ির চালককে।
আবার কেউ কেউ হেলমট পড়তেও ভুলে যান। কিন্তু গাড়ির ডিকিতে কাগজপত্র রাখতে ভুল হয় না। এই সমস্যা থেকে বাঁচতে অভিনব পরিকল্পনা নিয়ে এল এক বাইকের চালক।
এরইমধ্যে তাঁর এই নতুন পন্থার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। কী এমন কাজ করেছেন ওই ভদ্রলোক?
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, হেলমেটের মধ্যে তিনি লাগিয়ে নিয়েছেন গাড়ির যাবতীয় কাগজপত্র যাতে পুলিশ তাঁকে অযথা হেনস্তা না করতে পারে। তিনি স্মার্টকার্ড বা ব্লু-বুক, লাইসেন্স, ইন্সুরেন্সের কাগজসহ বাদবাকি সবকাগজ ল্যমিনেশন করে লাগিয়ে নিয়েছেন হেলমেটে।
উল্লেখ্য, মোটর ভেহিকেল (সংশোধনী) আইন ২০১৯, সেপ্টেম্বর ১ থেকে কার্যকর করা হয়েছে।