কলেজছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ, বিজেপির প্রবীণ নেতা গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রবীণ নেতা চিন্ময়ানন্দের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। উত্তর প্রদেশে আইন কলেজের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
ইউপি পুলিশের এক প্রবীণ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বামী চিন্মায়ানন্দকে সকাল ৯টার দিকে গ্রেপ্তার করা হয় এবং জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
এই মামলায় এলাহাবাদ হাইকোর্টে শুনানির তিন দিন আগে এই গ্রেপ্তার নির্দেশ দেওয়া হয়। তবে ২৩ বছর বয়সী ওই শিক্ষার্থী এবং তাঁর পরিবার অভিযোগ করেছে যে পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে নরম আচরণ করছে।
পাঁচ দিন আগে ওই নির্যাতিতা আদালতের সামনে গিয়ে তাঁর বক্তব্য দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন যে কলেজে ভর্তি হওয়ার পর এক বছর ধরে তাঁর ওপর যৌন নির্যাতন চালিয়েছেন চিন্ময়ানন্দ, এমনকি ব্ল্যাকমেইলও করা হয়েছে।