অনলাইন আহ্বানে সাড়া দিয়ে মিসরজুড়ে বিক্ষোভ, সিসির পদত্যাগ দাবি
সংখ্যায় কম হলেও মিসরের রাজধানী কায়রোসহ দেশটির বেশ কয়েকটি জায়গায় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। অনলাইনে সিসি সরকারের দুর্নীতির কথা বলে এর প্রতিবাদে বিক্ষোভের আহ্বান জানানো হয়। তাতে সাড়া দিয়ে শুক্রবার বিকেল থেকে বিক্ষোভে নামে মিসরীয়রা। রাতেও ওই সব জায়গায় বিক্ষোভকারীদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে।
২০১৩ সালে ব্যাপক মাত্রায় বিরুদ্ধমত দমনের পর সিসি সরকারের আমলে বিক্ষোভ প্রতিবাদের ঘটনা খুবই বিরল। ওই বছর ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর জোরপূর্বক ক্ষমতা নেন মিসরীয় এই সেনাপ্রধান। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের কড়া নজরদারির মাঝে সংঘবদ্ধ হয়ে নামছে বিক্ষিপ্তভাবে শহরের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ রাস্তায় নামছে লোকজন। একাধিক জায়গায় বিক্ষোভকারীদের ‘লিভ সিসি’ স্লোগান দিতে শুনেছেন রয়টার্সের প্রতিবেদক।
পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
ভূমধ্যসাগরীয় উপকূলের শহর আলেক্সান্দ্রিয়ায় এবং নীল নদ তীরবর্তী বস্ত্র শিল্পের নগরী মহল্লা আল-কুবরায়ও ছোটখাট বিক্ষোভ হয়েছে।