কামড়ে আঙুল কেটে ফেললেন ট্রেনযাত্রীর

ভরা ট্রেনে দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ফলে অন্য যাত্রীদের ট্রেনে উঠতে কিছুটা অসুবিধা হচ্ছিল! সেই থেকেই ঝামেলার শুরু। এক কথা দু-কথায় ঝামেলা বাড়তে থাকে ধীরে ধীরে। ট্রেনের অন্য যাত্রীরা থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ঝামেলা গড়ায় হাতাহাতিতে। এর পরই ঘটে যায় এক ভয়ানক কাণ্ড। এক যাত্রীর তর্জনি আঙুল কামড়ে কেটে ফেলেন আরেক যাত্রী।
ঘটনা ভারতের মুম্বাইয়ের। ৩৪ বছর বয়সী মহেশ পান্ডুরাং ট্রেনে উঠেছিলেন মুম্বাইয়ের দাদর স্টেশন থেকে। উঠেই কয়েকজন বন্ধুর সঙ্গে কামরার দরজার সামনে দাঁড়িয়ে পড়েন। তাতে উঠতে-নামতে অসুবিধা হচ্ছিল অন্য যাত্রীদের। ইতিমধ্যে ২৫ বছরের ইউসুফ শেখ ওই কামরায় ওঠেন কুরলা স্টেশন থেকে। কিছুক্ষণের মধ্যেই মহেশের সঙ্গে বচসায় জড়ান ইউসুফ। কথা কাটাকাটির মধ্যে মহেশের জামার কলার ধরে টানতে শুরু করেন ইউসুফ। তাতে মহেশের জামার বেশ কয়েকটি বোতামও ছিঁড়ে যায়। ব্যাস তাতেই চটে গিয়ে ইউসুফকে গলা ধাক্কা দিতে শুরু করেন মহেশ। এর পরই ইউসুফ তার ডান হাতের তর্জনি কামড়ে দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই মহেশের আঙুলের কিছুটা অংশ ছিঁড়ে চলে যায় ইউসুফের মুখে।
এমন নৃশংস ঘটনার আকস্মিকতায় অন্য যাত্রীরা সন্ত্রস্ত হয়ে পড়েন।
পরে অন্য যাত্রীরা রেলপুলিশে খবর দেন যাত্রীরা। থানে স্টেশনে ইউসুফকে গ্রেপ্তার করে রেল পুলিশ। মহেশকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাঁর আঙুলে অস্ত্রোপচার হয়েছে। জানা গেছে, মহেশের আঙুলের বেশ কিছুটা অংশ কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন ইউসুফ।