বিয়ে বাড়িতে পছন্দের মাংস না পেয়ে তরুণকে গুলি!

বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে পছন্দের মাংস না পাওয়ায় এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মাদিয়ানো এলাকায়।
দেশটির একটি সংবাদমাধ্যম জানায়, বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে বিরিয়ানিতে পছন্দের মাংসের টুকরা পায়নি আরিফ নামের এক যুবক। নিয়ে আরিফের সঙ্গে কথা কাটাকাটি হয় মিরাজ নামের আরেক যুবকের।
প্রতিবেদনে বলা হয়, ওই বিয়ে বাড়িতে মিরাজের বাবা খাবার পরিবেশন করছিলেন। কিন্তু আরিফের প্লেটে পছন্দের মাংসের টুকরা না দেওয়ায় মিরাজের বাবার মুখে খাবারের প্লেট ছুড়ে মারে আরিফ। এ নিয়েই আরিফের সঙ্গে বিরোধ হয় মিরাজের।
পরে অতিথিদের হস্তক্ষেপে পরিস্থিতি তাৎক্ষণিক কিছুটা শান্ত হলেও আরিফের মনে ক্ষোভ থেকে যায়। আর সেই রাগ মেটাতে প্রায় ছয় মাস পর ভাড়া করা সন্ত্রাসী দিয়ে মিরাজকে গুলি করে হত্যা করতে চেয়েছিল আরিফ।
তবে সৌভাগ্যবশত মিরাজ প্রাণে বেঁচে যায়। স্কুলভ্যান চালক মিরাজের হাতে ও বুকে গুলি লেগেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় আরিফসহ অজয় নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।