২ বছর ধরে একদল ব্যক্তির ধর্ষণের শিকার কেরালার শিশু

একদিন-দুদিন নয়, দুই বছরের বেশি সময় ধরে একদল মানুষরূপী পিশাচের যৌন লালসার শিকার হয়েছে এক নাবালিকা। ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরাম শহরে ১২ বছরের এক শিশুকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে প্রায় ৩০ ব্যক্তির বিরুদ্ধে। কেরালা পুলিশ গত রোববার এ তথ্য জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ১২ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের হেফাজতে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চাইল্ড হেল্পলাইনের মাধ্যমে মালাপ্পুরাম পুলিশকে ওই নাবালিকার যৌন নির্যাতনের বিষয়ে জানানো হয়।
এদিকে এ বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘আমরা গত শনিবার একটি মামলা দায়ের করেছি এবং আজ (রোববার) দুজনকে গ্রেপ্তার করেছি।’
পুলিশের তদন্তে জানা গেছে, দুই বছরের বেশি সময় ধরে ভুক্তভোগী শিশুকে একদল ব্যক্তি যৌন নির্যাতন করে আসছিল। এই অপরাধের সঙ্গে মেয়েটির বাবা কোনোভাবে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এরই মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে ওই নাবালিকা। বর্তমানে ওই শিশুকে একটি হোমে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।