আধ্যাত্মিক জীবনযাপনে অভ্যস্ত নারীরা ‘সবচেয়ে সুখী’

নারী কিসে সুখী হয়? যুগ যুগ ধরে চলে আসা এমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি সমর্থিত সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-আরএসএস।
এজন্য ৪৩ হাজারেরও বেশি ভারতীয় নারীর সাক্ষাৎকার নিয়ে গবেষণা চালিয়েছে আরএসএসের একটি সংস্থা। গবেষণায় দেখা গেছে, পরিবারপরিজন থেকে দূরে থাকা আয়-উপার্জনহীন সন্যাসব্রতী নারীদের ৯০ শতাংশই সবচেয়ে সুখী। বিবাহিত নারীরা কিছুটা সুখে শান্তিতে থাকলেও অসুখীদের তালিকায় রয়েছেন যাঁরা বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সেসব নারী। গবেষণা প্রতিবেদন তাই বলছে।
আরএসএস প্রধান মোহন ভগবত আজ বুধবার দিল্লিতে গবেষণা প্রতিবেদনটির ফলাফল তুলে ধরবেন।
ভারতীয় নারীদেরকে নিয়ে বিজেপি সমর্থিত গবেষণা সংস্থা ‘দৃষ্টি স্ত্রী অধ্যয়ন প্রবোধন কেন্দ্র’ (ডিএসএপিকে) গবেষণাটি চালিয়েছে। এতে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে ভারতের পাঁচটি অঞ্চলের ২৯টি রাজ্যের ৪৩ হাজার ২৫৫ জন নারীর মতামত নেওয়া হয়েছে। আরএসএস-সংশ্লিষ্ট বহু সংগঠনের সদস্যদের সাহায্য নিয়ে কাজটি করা হয়।
ভারতের ৪৬৫ জেলার ওই ৪৩ হাজার নারীর প্রত্যেকেরই বয়স ১৮ বছরের বেশি। তাঁদের ৮০ শতাংশের বেশি নিজেদের ‘সুখী’ ও ‘খুবই সুখী’ হিসেবে আখ্যায়িত করেছেন। গবেষণায় দেখা যায়, আধ্যাত্মিক জীবনযাপনে অভ্যস্ত নারীরা ‘সবচেয়ে সুখী’।
শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে তথ্য সংগ্রহ করতে মূলত গবেষণাটি চালানো হয়।