ইন্টারনেটে ঝড় তুলেছে ছোট্ট ‘মা দুর্গা’

দুর্গাপূজায় কুমারী পূজার রীতি রয়েছে। আর সেই রীতিকে মাথায় রেখেই পূজার আগে সাজানো হল ছোট্ট এই কন্যা শিশুটিকে। মাত্র হাটতে শিখেছে সে। তাতে কী, চোখে তো রয়েছে মনভোলানো চাহনি।
আপাতত এই দুর্গা মা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার নাম অবন্তিকা মুখার্জি। বয়স দেড় বছর। বাবা-মা আদর করে ডাকে সোহাগী। বাড়ি পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। সেই সোহাগী এখন সকলের চোখের মণি হয়ে উঠেছে। মাত্র সাত দিনে ফেসবুকে তার বন্ধু সংখ্যা দেড় মিলিয়ান ছাড়িয়েছে সোহাগী এখন সোশ্যাল মিডিয়া সেনসেশন।
সোহাগীর বাবা সম্বিত মুখার্জি। তিনি পেশায় ব্যবসায়ী। মা সুস্মিতা মুখার্জি। তাঁদের সন্তান সোহাগী এখন রীতিমত সেলিব্রিটি। এই মুহূর্তে ছোট্ট সোহাগীর দর্শক সংখ্যা হয়ে দাঁড়িয়েছে দেড় মিলিয়ন।
দুর্গা মানে কাশফুল ও ধানের গন্ধ তো সকলেরই জানা। কিন্তু সেরেল্যাক চাটতে চাটতেও যে দুর্গা অবতারে সামনে আসা যায়, তা সোহাগীর একের পর এক ছবি তারই সাক্ষী। তাকে এভাবে কল্পনা করেছিলেন সত্যকি দাস মহাপাত্র।
ফেসবুকে ছবিওয়ালা নামে তার পেজ রয়েছে। সেই ছবিওয়ালার বদৌলতে অবন্তিকার খোঁজ করছেন সকলে। তাকে দুর্গা সাজিয়েছেন মেকআপ আর্টিস্ট মুনমুন মল্লিক। আগমনী রূপে অবন্তিকার ছবি ফেসবুকে দেখছে সকলে লাইক আর কমেন্টে ভরে গিয়েছে ফেসবুক ওয়াল।