পশ্চিমবঙ্গের হাসপাতালে আগুন, নিহত ১

পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ভোর ৫টায় হাসপাতালের সিসিইউ বিভাগে আগুন লাগে। ওই সময় সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন ১০ জন রোগী। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং রোগীদের উদ্ধার করে।
সিসিইউ বিভাগ থেকে সাপোর্টিং সিস্টেম খুলে নিয়ে চারজন রোগীকে হাসপাতালের অন্য বিভাগে এবং পাঁচজনকে অন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা যায়, ওই সময় আগুনে এক রোগীর মৃত্যু হয়েছে। তাঁর নাম সাবেরা খাতুন। তিনি ইসলামপুরের বাসিন্দা ছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগী মৃত্যুর বিষয়ে এখনো কিছু জানায়নি।
এদিকে কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। শর্টসার্কিটের কারণে একটি ভেন্টিলেটর থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে এলেও রোগীদের মধ্যে এখনো রয়েছে আতঙ্ক।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব জানান, হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। তারপরও কীভাবে আগুন লাগল, তার তদন্ত হবে।