এমআরআই মেশিনে রোগীকে ঢুকিয়ে ভুলে গেলেন টেকনিশিয়ান! তারপর...

আঘাতের অবস্থা জানতে এমআরআই করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু সেই এমআরআই করাতে গিয়ে যে এমন ভয়ংকর পরিস্থিতির শিকার হতে হবে, তা বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেননি ভারতীয় এই রোগী। তাঁর অভিযোগ, তাঁকে এমআরআই মেশিনে ঢুকিয়ে দিয়ে ভুলে গিয়েছিলেন টেকনিশিয়ান! বেশ কিছুক্ষণ পরে নিজের চেষ্টায় কোনোমতে মেশিন থেকে বাইরে আসেন তিনি। চমকে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা এলাকায়।
দিন কয়েক আগে হরিয়ানার পঞ্চকুলার রামহর লোহার (৫৯) মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে কাঁধে আঘাত লাগে তাঁর। রামহরকে চিকিৎসক ললিত কৌশল কাঁধের এমআরআই করার পরামর্শ দেন। সেই মতো রামহর গত রোববার বিকেলে পঞ্চকুলার সিভিল হাসপাতালে যান এমআরআই করানোর জন্য।
সেখানে গিয়ে হাসপাতালের সব নিয়ম পূরণ করে এমআরআই কক্ষে ঢোকেন। রামহরের দাবি, সেখানে টেকনিশিয়ান তাঁকে বলেন, ১০ থেকে ১৫ মিনিট এমআরআই মেশিনের মধ্যে থাকতে হবে। সেই মতো তাঁকে এমআরআই মেশিনে শুইয়ে বেল্ট দিয়ে শক্ত করে আটকে দেওয়া হয়, যাতে নড়াচড়া না করতে পারেন।
রামহরের দাবি, ১৫ মিনিট তো দূরের কথা, প্রায় ৩০ মিনিট পেরিয়ে গেলেও তাঁকে বের করা হয়নি এমআরআই মেশিন থেকে। তাঁর শ্বাস নিতে কষ্ট হতে থাকে। এমনকি মেশিনের মধ্যে তাপও ক্রমে বাড়তে থাকে। কিন্তু তার পরেও তাঁকে বের করা হয় না। একময় তিনি কাঁদতে শুরু করেন। কিন্তু তাও কেউ তাঁর সাহায্যের জন্য এগিয়ে আসেননি। কারণ, এমআরআই মেশিনের ওই ঘরে কেউ ছিলেনই না।
ওই রোগী বুঝতে পারেন, পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। তার মনে হচ্ছিল, মেশিন থেকে শিগগিরই বের হতে না পারলে তিনি মারা যেতে পারেন। তাই তিনি নিজেই মেশিন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। বেল্ট ছিঁড়ে বেরোনোর চেষ্টা করতে থাকেন। শেষ পর্যন্ত সফলও হন লোহার।
অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী সোমবারের মধ্যে তদন্ত রিপোর্ট পাওয়া যাবে। তারপরই সিদ্ধান্ত হবে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।