নাগরিকপঞ্জী থেকে বাদ পড়ারাও আপাতত ভোট দিতে পারবেন

ভারতের আসাম রাজ্যে নাগরিকপঞ্জী থেকে বাদ পড়া মানুষদের জন্য ভোটাধিকারের দরজা খোলা রেখেছে ভারতের নির্বাচন কমিশন।
শুক্রবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়, আসাম রাজ্যে নাগরিকপঞ্জী থেকে বাদ পড়া প্রায় ১৯ লাখ নাগরিক ভারতের ভোটাধিকার হারাবেন না। তাঁরা ভোট দিতে পারবেন।
আসামে আলোচিত নাগরিকপঞ্জী থেকে বাদ পড়েছেন প্রায় ১৯ লাখ মানুষ। তবে যেহেতু তাঁদের বিদেশী নাগরিক বলে এখনো ঘোষনা করা হয়নি, ফলে তাঁরা ভারতে ভোট দিতে পারবেন। কিন্ত আসামে যারা ডাউটফুল (সন্ধেহভাজন) ভোটার বলে চিহ্নিত হয়েছেন, তাঁরা ভোট দিতে পারবেন না।
ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, নাগরিকপঞ্জীতে যাদের নাম নেই, তারা ডাউটফুল ভোটার নন। ফলে তাঁরা ভারতের সব ভোটে অংশ গ্রহন করতে পারবেন। তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ফরেনার্স ট্রাইবুন্যাল। তবে সেক্ষেত্রে ডাউটফুল ভোটারদের নাগরিকত্বের বিষয়টি অনিশ্চিত হয়ে রয়েছে।
বর্তমানে আসাম রাজ্যে ডাউটফুল ভোটার তালিকায় নাম রয়েছে এক লাখেরও বেশি মানুষের। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁরা ভোট দিতে পারেননি।
উল্লেখ্য, গত ৩০ আগষ্ট আসামে নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেই নাগরিকপঞ্জীতে নাম তোলার জন্য আবেদন করেছিলেন তিনশ এগারো কোটি মানুষ। কিন্তু চূড়ান্ত নাগরিকপঞ্জীর তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ।
যাদের নাম বাদ পড়েছে তাঁরা আগামী ১২০ দিন সময় পাবেন। সেই সময়ের মধ্যে তাঁদের নিজেদেরকে ফরেনার্স ট্রাইবুন্যালে ভারতের নাগরিক হিসাবে প্রমান করতে হবে। তবে ট্রাইবুন্যাল তাঁদের নাগরিকত্বের ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাঁরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট্র যেতে পারবেন।