বিশ্বমানবতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্বমানবতার সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ। গত শুক্রবার জাতিসঙ্ঘের ৭৪তম সাধারণ সভায় ভাষণ দেওয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
মোদি বলেন, ‘আমরা যখন সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলি, তখন তার মধ্যে গোটা বিশ্বকে সতর্ক করার জন্য আমাদের আক্রোশ ও দায়বদ্ধতা থাকে। আমি বিশ্বাস করি, কোনো একটি দেশ নয়, গোটা বিশ্বমানবতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে সন্ত্রাসবাদ।’
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ কেবলমাত্র একটা দেশের নয়, গোটা বিশ্বের, মানবতার বিপদ। মানবতার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে গোটা বিশ্বের একত্রিত হওয়া অনিবার্য। আজ বিশ্বের স্বরূপ বদলাচ্ছে। একবিংশ শতকের প্রযুক্তি, নীতি, সুরক্ষা, যোগাযোগ সবকিছুই সার্বিকভাবে পরিবর্তিত হচ্ছে। এই পরিস্থিতিতে বিক্ষিপ্ত, বিভক্ত পৃথিবী কারও পক্ষেই সুখকর নয়। আমাদের আর নিজেদের সীমানায় আটকে থাকার উপায় নেই। জাতিসঙ্ঘকে নতুন দিশা দেখাতে হবে।’
তিনি বলেন, ‘একদা স্বামী বিবেকানন্দ যে শান্তি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন, বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র আজও সেই একই বার্তা দিয়ে চলেছে।’ তিনি বলেন, ‘আমাদের দেশ যুদ্ধ নয়, ‘বুদ্ধ’ দিয়েছে বিশ্বকে।’
সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, মোদি সন্ত্রাসের পাশাপাশি ভারতের সার্বিক উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের খতিয়ান তুলে ধরে স্বাস্থ্য বীমা, স্বচ্ছ ভারত অভিযান, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা থেকে শুরু করে পানি সংরক্ষণ, শৌচালয় নির্মাণের প্রসঙ্গ উল্লেখ করেন। স্বচ্ছ ভারত অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, মাত্র ৫ মাসের মধ্যে বিশ্বের বৃহত্তম স্বচ্ছতা অভিযানকে ভারত বাস্তবায়িত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মানুষকে নিয়েই মানুষের কল্যাণে বিশ্বাস করি। এই জনকল্যাণেই জগতের কল্যাণ হবে। সেজন্যেই আমাদের প্রেরণা ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ (সকলের সঙ্গে সবার উন্নয়ন, সবার বিশ্বাস)।’
আমাদের প্রচেষ্টা গোটা বিশ্বের, সব দেশের, সব সমাজের কাজে লাগবে। আমাদের চেষ্টার সুফল গোটা বিশ্ব পাবে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন।