সে রাতে চোখের পাতা এক করতে পারিনি, মোদির স্মৃতিচারণ

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের তিন বছর পূর্ণ হয়েছে। ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাত থেকে শুরু করে ২৯ সেপ্টেম্বর ভোররাত পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কথিত জঙ্গিশিবির ধ্বংস করে ভারতীয় সেনা। গতকাল শনিবার সে কথা স্মরণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মার্কিন সফর সেরে শনিবার রাতে ভারতে ফিরেছেন নরেন্দ্র মোদি। আর দেশে ফিরেই মনে করালেন তিন বছর আগের সে রাতের কথা। ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বরের রাতেই পাকিস্তানের মাটিতে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা কমান্ডাররা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানি সীমান্তে ঢুকে গুঁড়িয়ে দিয়ে আসা হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি। শনিবার রাতে দেশে ফিরেই সে স্মৃতি উসকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘তিন বছর আগে সেও এক ২৮ সেপ্টেম্বরের রাত ছিল। আমি গোটা রাত জেগে ছিলাম। চোখের পাতা এক করতে পারিনি। অপেক্ষা করেছিলাম, কখন টেলিফোন বাজবে। ভারতের বীর জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইক সোনার হরফে লেখা রয়েছে, যাঁরা মৃত্যুকে মুঠোয় নিয়ে রওনা হয়েছিলেন। আজ সে রাতকে স্মরণ করে বীর জওয়ানদের অভিনন্দন জানাচ্ছি।’
উল্লেখ্য, ভারতের উরি সেক্টরে জঙ্গি হামলার বদলা হিসেবে ২০১৬ সালের ২৮ ও ২৯ সেপ্টেম্বর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় সেনারা। ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখার তিন কিলোমিটার ভেতরে ঢুকে পাঁচ ঘণ্টার অভিযান চালায় ভারতীয় সেনা। সে অভিযানে ৪০ জঙ্গি এবং বহু জঙ্গিশিবির ধ্বংস হয় বলে ভারতের দাবি।