ধর্মের নামে মন্দিরে পশুবলি নিষিদ্ধ করল ত্রিপুরা হাইকোর্ট

ধর্মের নাম করে ভারতের ত্রিপুরা রাজ্যের আর কোনো মন্দিরে পশুবলি দেওয়া যাবে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যটির সর্বোচ্চ আদালত।
ঐতিহাসিক এক রায়ে রাজ্যে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে পশু বা পাখিবলি দেওয়া নিষিদ্ধ করেছেন ত্রিপুরা হাইকোর্ট। রাজ্যের সব মন্দিরে এটি নিষিদ্ধ করা হয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ গত শুক্রবার এই রায় দিয়েছেন। একটি জনস্বার্থ মামলার শুনানির পর এই রায় দিয়েছেন আদালত।
‘পশু-পাখিদেরও বেঁচে থাকার মৌলিক অধিকার আছে’ বলে হাইকোর্ট জানিয়েছে। ত্রিপুরা হাইকোর্ট তার রায়ে বলেছেন, ‘ত্রিপুরা রাজ্যের কোনো মন্দিরে পশু বা পাখিবলির অনুমতি দেওয়া যাবে না। এমন কি রাজ্যও এমন কোনো কাজ করতে পারবে না।’
এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য প্রত্যেক জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।
ত্রিপুরার দেবী ত্রিপুরেশ্বরী মন্দির এবং চতুরদাস দেবতা মন্দিরে অনেক পশুবলির ঘটনা ঘটে। তাই রাজ্যের ওই দুই প্রধান মন্দিরে সিসি ক্যামেরা বসানোর জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মুখ্যসচিবকে প্রতি মাসে ভিডিও রেকর্ডিংয়ের সফট কপি সংগ্রহ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন আদালত।