কাশ্মীরের পরিবেশ শান্ত : অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, কাশ্মীরে কোনো বিধিনিষেধ নেই এবং গোটা বিশ্ব জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ অপসারণকে সমর্থন করেছে।
সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, আজ রোববার অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অপসারণের সাহসী পদক্ষেপ গ্রহণের কারণে জম্মু-কাশ্মীর আগামী পাঁচ-সাত বছরের মধ্যে দেশের সর্বাধিক উন্নত অঞ্চল হয়ে উঠবে।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিরোধীদের সমালোচনা করে বলেন, ‘৩৭০ অনুচ্ছেদ নিয়ে ভুল ধারণা দূর হওয়া উচিত। নিষেধাজ্ঞা কোথায়? এটি কেবল আপনাদের মনের মধ্যে আছে। কোনো বিধিনিষেধ নেই। কেবল অপপ্রচার করা হচ্ছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাশ্মীরের ১৯৬টি থানা এলাকার সর্বত্র কারফিউ তুলে নেওয়া হয়েছে। এখন কেবল আটটি থানা এলাকায় ১৪৪ ধারায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওই ধারা অনুযায়ী পাঁচ বা ততোধিক লোক একত্রে জড়ো হতে পারে না।’
সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের সভার কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, ‘সব বিশ্বনেতা (নিউইয়র্কে) সাতদিনের জন্য একত্রিত হয়েছিলেন। কোনো এক নেতাও (জম্মু-কাশ্মীরের) বিষয়টি উত্থাপন করেননি। এটি প্রধানমন্ত্রীর একটি বড় কূটনৈতিক জয়।’
এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ‘বন্দি মুক্তি কমিটি’র সম্পাদকমণ্ডলীর সদস্য ভানু সরকার রোববার রেডিও তেহরানকে বলেন, ‘কাশ্মীরে ১৩ হাজার নাবালক শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। হাজার হাজার ছেলে কাশ্মীর থেকে উধাও হয়ে যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছে কাশ্মীর থেকে বহু মানুষকে গ্রেপ্তার করে তাঁদের ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানো হচ্ছে। ফলে যেটা সত্য সেটা প্রকাশ্যে আসছে।’
তাঁর প্রশ্ন- নিউইয়র্কে গিয়ে মিথ্যে কথা বললে সেটা সত্যি হয়ে যায় নাকি?’ কাশ্মীরে মানবাধিকারের চিহ্ন মাত্র নেই। কাশ্মীর অবরুদ্ধ বলেও ভানু সরকার মন্তব্য করেন।