দুর্গা নিয়ে ফেসবুকে অশ্লীল পোস্ট, হিন্দু শিক্ষকের বিরুদ্ধে মামলা

হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গাকে নিয়ে ফেসবুকে অপত্তিকর পোস্ট করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে এক কলেজ শিক্ষকরে বিরুদ্ধে। পুলিশের দাবি, অভিযুক্ত শিক্ষক দিনেশ যাদব ওই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, গত রোববার দেবী দুর্গাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করেন উত্তর প্রদেশের জৌনপুর জেলার এক বেসরকারি কলেজ শিক্ষক। নিমেষেই তাঁর পোস্টটি ছড়িয়ে পড়ে। যা চোখে পরে জেলার কোতোয়ালি থানার স্টেশন হাউস অফিসার পবন উপাধ্যায়ের। তিনি দিনেশ যাদবের ওই পোস্টটির একটি স্ক্রিনশট করে রাখেন।
তারপর সোমবার ওই স্ক্রিনশটের ভিত্তিতেই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন পবন উপাধ্যায়। জানা গেছে, পরে দুর্গাকে নিয়ে আপত্তিকর সেই পোস্টটি ডিলিট করে দেন অভিযুক্ত দিনেশ যাদব।
ভারতীয় দণ্ডবিধির ২৯৪ (অশ্লীল কাজ), ২৯৫-এ (ইচ্ছেকৃতভাবে অশ্লীলকাজ, বিশেষ ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা, বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা) ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৬-এফ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালি থানার স্টেশন হাউস অফিসার পবন বলেন, ‘পোস্টটি দেখা মাত্রই আমি সেটির স্ক্রিনশট রেখে দেই এবং অভিযোগ দায়ের করি। দিনেশ যাদব মাদিয়াহুনের মতিভার সিং গ্র্যাজুয়েট কলেজের শিক্ষক। পুলিশ তাঁর কলেজ ও বাড়িতে যায়। তবে, তাঁকে খুঁজে পাওয়া যায়নি।’