হিন্দু শরণার্থীদের পশ্চিমবঙ্গ ছাড়তে হবে না : অমিত শাহ

ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘শরণার্থীরা কেউ দেশ ছাড়বেন না। তবে অনুপ্রবেশকারীরা এখানে থাকতে পারবেন না।’ তিনি বলেন, ‘হিন্দু শরণার্থীদের পশ্চিমবঙ্গ ছাড়তে হবে না।’
আজ মঙ্গলবার কলকাতায় আয়োজিত জনসভায় এসব কথা বলেন অমিত শাহ। নেতাজী ইনডোর স্টেডিয়ামে ওই জনসভার আয়োজন করা হয়।
অমিত শাহ বলেন, ‘এনআরসি নিয়ে সত্য কথা বলতে এসেছি। পশ্চিমবাংলার মাটিতে এনআরসি নিয়ে উসকানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি হলে হিন্দু শরণার্থীদের পশ্চিমবঙ্গ ছাড়তে হবে না। এনআরসির নামে মিথ্যা রটানো হচ্ছে। আজ বাংলার জনতাকে আশ্বাস দিচ্ছি, শরণার্থীদের বিশেষ করে হিন্দুদের ভারত সরকার দেশ ছাড়তে বলবে না।’ পাশাপাশি নাগরিকত্ব বিল পাসে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন অমিত শাহ।
অমিত শাহ বলেন, ‘সংবেদনশীল ব্যাপারে উসকানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু শরণার্থীদের অভিশাপ আপনাকে ডুবিয়ে দেবে। এনআরসির আগে নাগরিকত্ব বিল আনবে সরকার। যত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভারতের নাগরিকত্ব পাবে। শরণার্থীরা ভোটাধিকার পাবে। আগামী দিনে প্রধানমন্ত্রীও হতে পারবে শরণার্থীরা। অথচ নাগরিকত্ব বিল পেশের সময় তৃণমূলের সাংসদরা রাজ্যসভা চলতে দেননি।’
অমিত শাহ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘মমতা যখন বিরোধী ছিলেন অনুপ্রবেশকারীরা তখন বামেদের ভোট দিত। উনি অনুপ্রবেশকারী ইস্যুতে সংসদ চলতে দেননি। স্পিকারের মুখে ফাইল ছুঁড়ে ফেলেছিলেন। এখন অনুপ্রবেশকারীরা ওনার ভোটব্যাঙ্ক হয়ে গেছে।’
অমিত শাহ বলেন, ‘অনুপ্রবেশকারীদের ঢুকতে দেব না। শরণার্থীদের উসকানি দিচ্ছেন মমতা। দেশের নিরাপত্তার জন্য কোনো অনুপ্রবেশকারীকে থাকতে দেব না। আর শরণার্থীদের তাড়াতেও দেব না।’
অীমত শাহ বলেন, ‘২০১৯ সালের নির্বাচনী ফলাফল স্পষ্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গে ২০২১ সালের নির্বাচনে পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা।’
অমিত বাংলার মানুষের কাছে আবেদন করেন, ‘সবাইকে আপনারা সুযোগ দিয়েছেন, এবার একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। নরেন্দ্র মোদির নেতৃত্বে সোনার ভারত গড়বে বিজেপি।’ তিনি দাবি করেন, পশ্চিমবাংলাতেও মোদির নেতৃত্বে সরকার হবে। তিনি বলেন, ‘বাংলার মানুষ নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করবেন। কারণ, মমতার নেতৃত্বকে বাংলার মানুষ রিজেক্ট করেছে। এই বাংলায় ২০১৯ সালে আমরা ৪০ শতাংশ ভোট পেয়েছি। আড়াই কোটি মানুষ আমাদের সমর্থন করেছে। এর আগে আপনারা কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূলকে সুযোগ দিয়েছিলেন, আমাদের ২০২১ সালে একবার সুযোগ দিন, আমরা সোনার বাংলা গড়ব। মোদিই নেতৃত্ব দেবেন সেই সরকারের। বাংলার ঐতিহ্য ছিল সংস্কৃতি। সেই সংস্কৃতির বাংলাকে আমরাই ফিরিয়ে আনব। ফিরিয়ে আনব রামকৃষ্ণ, বিবেকানন্দের বাংলাকে।’
অমিত শাহ বলেন, ‘শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ করেছেন নরেন্দ্র মোদি। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করে মোদি নতুন ভারত গড়েছেন। এবার সোনার বাংলাও গড়বেন। শুধু আমাদের একবার সুযোগ দিন।’ তিনি বলেন, ‘আমরা ২০১৯ সালে বাংলা থেকে ১৮টি আসনে জিতেছি। বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করেছে বলেই সম্ভব হয়েছে লোকসভায় ৩০০ আসন ছাড়িয়ে যাওয়া। এবার সেই সাফল্যের সূত্র ধরেই বাংলায় আমরা সরকার গড়ব।’